
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্স গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বে।
দলকে চ্যাম্পিয়ন করার পারিশ্রমিক হিসেবে শ্রেয়স আইয়ারকে এবার রাখল না দল। এ নিয়ে প্রায়ই মুখ খোলেন শ্রেয়স। বলেন, যথাযোগ্য সম্মান তিনি পাননি। তাঁকে জানানোও হয়নি।
এবার শ্রেয়স আইয়ারের হয়ে ব্যাট ধরলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে লিটল মাস্টারকে বলতে শোনা গিয়েছে, ''গতবারের আইপিএল জয়ের কৃতিত্ব দেওয়া হয়নি শ্রেয়সকে। যাবতীয় কৃতিত্ব, প্রশংসা অন্য কাউকে দেওয়া হয়েছিল। মাঠের ভিতরে যা হয়, তার সব দায়দায়িত্ব নিতে হয় অধিনায়ককে। অধিনায়কই দলকে চাগিয়ে তোলে, প্রাভাবিত করে। ডাগ আউটে যে বসে থাকে, সে দলকে প্রভাবিত করতে পারে না। এবছর শ্রেয়স আইয়ার তাঁর প্রাপ্য সম্মান পাচ্ছে। সব প্রশংসা রিকি পন্টিংয়ের জন্য তোলা নেই।''
শ্রেয়সের পক্ষ সমর্থন করে গাভাসকর কি আসলে গৌতম গম্ভীরকে ঠুকলেন? গতবার নাটদের মেন্টর ছিলেন গম্ভীর। এবার কেকেআর দলে গম্ভীরও নেই। শ্রেয়স আইয়ারও নেই। পথভ্রষ্ট কেকেআর। আইপিএলের প্লে অফেও পৌঁছতে পারল না দল।
অন্যদিকে শ্রেয়সের নেতৃত্বে ১১টি ম্যাচের মধ্যে সাতটিতে জিতেছে পাঞ্জাব। পয়েন্ট তালিকায় তিন নম্বরে শ্রেয়স আইয়ারের পাঞ্জাব। ৪০০-র উপরে রান করে ফেলেছেন শ্রেয়স।
যাকে ব্রাত্য করে দিয়েছিল কেকেআর, সেই শ্রেয়স আইয়ারই কিন্তু নতুন দলে গিয়ে ফুল ফোটাচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন। তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যে কত বড় ভুল ছিল, তা এবার বেশ বুঝতে পারছে কেকেআর।
ইডেন থেকে আহমেদাবাদে আইপিএল ফাইনাল সরায় বিস্ফোরক ক্রীড়ামন্ত্রী, বলছেন, '... উদ্দেশ্যপ্রণোদিত'
আর খেলতেই পারতেন না ফুটবল, 'মেরুদণ্ড শক্ত' করে ইস্টবেঙ্গলে এলেন তরুণ তুর্কি
'অফ সাইড ফিল্ডার্স' নিয়মের গেরোয় মুম্বই, কী এই নিয়ম? কী শাস্তি পেলেন হার্দিকরা?
ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করল ভারত, সুযোগ পেলেন বাংলার এই ক্রিকেটার
মোহনবাগান জার্সিতে দুরন্ত পারফরম্যান্স, জাতীয় দলে ডাক পেলেন বাংলার দীপেন্দু
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ